মহিলা আওয়ামী লীগের নেত্রী রূপালি গ্রেফতার

তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে
বিজ্ঞাপন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার তেঁতুলতলা এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নেত্রকোনায় ল্যাংটা পাগলার মাজারে হামলা
বিজ্ঞাপন
রূপালি তেঁতুলতলা গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আয়শা সিদ্দিকা রূপালিকে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের একটি মামলায় গ্রে করা হয়েছে।
বিজ্ঞাপন
এমএল/








