Logo

ব্রাহ্মণবাড়িয়া ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কিশোরী নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৫, ০৬:৩৩
29Shares
ব্রাহ্মণবাড়িয়া ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কিশোরী নিহত
ছবি: সংগৃহীত

বিকালে সরাইল নিজ বাড়িতে ফেরার পথে নন্দনপুর এলাকায় বিভাটেক থেকে ছিটকে মহাসড়কে

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিতু (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) বিকালে দিকে সিলেট-কুমিল্লা সড়কের নন্দনপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মিতু জেলার সরাইল উপজেলার সদরের কাঁচারি পাড় এলাকার মজনু মিয়ার একমাত্র মেয়ে। সে সরাইল একডেমীর ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

হাসপাতাল ও ঘটনাসূত্রে জানা যায়, মিতু গত ৩/৪ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার সদরের অষ্টগ্রামে তার খালার বাসায় বেড়াতে যায়। আজ বিকালে সরাইল নিজ বাড়িতে ফেরার পথে নন্দনপুর এলাকায় বিভাটেক থেকে ছিটকে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় বিশ্বরোড অভিমুখী একটি ট্রাক্টর মিতুকে চাপা দেয়। পরে স্থানীয়রা মিতুকেআহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক ও নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD