কেরানীগঞ্জে ১১ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৫

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে ১১ বছরের মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মাহাদি হাসানকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার মাহাদি হাসান মাদারীপুরের চর মাগুরিয়া পাকদি বাস স্ট্যান্ড এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদার পুত্র। সে বর্তমানে হাসনাবাদ হাউজিং এলাকায় ভাড়ায় বসবাস করে এবং স্থানীয় তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসার পরিচালক।
আরও পড়ুন: কেরানীগঞ্জে খালাতো ভাইয়ের বিরুদ্ধে ৫ বছরের শিশু’কে ধর্ষণের অভিযোগ
সোমবার (১৭ মার্চ ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ সেন্ট্রালগলি তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগীর বাবা জানান, তার ছেলেকে গত বছর হাসনাবাদ এলাকার তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসায় ভর্তি করেন। মাদ্রাসা পরিচালক মাহাদি হাসান ছেলেটিকে তার ইচ্ছার বিরুদ্ধে গত ফেব্রিয়ারী মাস থেকে বেশ কয়েকবার বলাৎকার করে আসছিলেন। অসুস্থ হয়ে গেলে ওষুধ খাইয়ে সুস্থ্য করতেন এবং মারধরের ভয়ভিতি দেখিয়ে চুপ রাখতেন। টিকতে না পেরে ছেলে তার মাকে গত বুধবার দিবাগত রাতে ফোন করে নির্যাতনের ব্যাপারে জানান। পরবর্তীতে পরিবারের লোকেরা তাকে অসুস্থ অবস্থায় মাদরাসা থেকে নিয়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের চেষ্টা: গ্রেফতার দুই
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, হাসপাতালে কাগজপত্র নিয়ে থানায় এসে ছেলেটির পিতার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে মাদ্রাসার পরিচালক মাহাদি হাসান কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসডি/