সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে স্বচ্ছতা প্রতিষ্ঠা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য, ডিএফপির প্রকাশনার মান বৃদ্ধি, প্রামাণ্যচিত্র নির্মাণ ও ডিএফপির সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এসব কথা বলেছেন মাহফুজ আলম। এ সময় তিনি, আইন-বিধি মেনে সব দপ্তর ও সংস্থার কাজের গতি আরও বাড়ানোর তাগিদ দেন।
আরও পড়ুন: আবারও ভোজ্যতেলে করসুবিধা চায় ট্যারিফ কমিশন
সংশ্লিষ্টরা জানান, পরিদর্শনের শুরুতে তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) যান এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা। পরে উপদেষ্টা ডিএফপির শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার ও ফিল্ম ল্যাব পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন।
এরপর উপদেষ্টা গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপদেষ্টা মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং অধিদপ্তরের সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা তৌহিদ হোসেন
গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন শেষে উপদেষ্টা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য অধিদফতর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় বিদ্যমান আইন-বিধি মেনে সেবা সহজীকরণ ও কাজের গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রতি জোর আহ্বান জানান তিনি। উপদেষ্টা দপ্তর-সংস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা

পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বঞ্চিত সেনা কর্মকর্তা ও চাকরিচ্যুত নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম ৩০ মিনিটে হিট এক কোটি ২৩ লাখ, বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট
