Logo

ভারতে কারভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন পাচার হওয়া ২১ কিশোর-কিশোরী

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৫, ২৩:১১
55Shares
ভারতে কারভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন পাচার হওয়া ২১ কিশোর-কিশোরী
ছবি: সংগৃহীত

রাত সাড়ে ৮ টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি কিশোর-কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০ জন ছেলে ও ১১ জন মেয়ে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

ফেরত আসা ব্যক্তিরা হলেন, ইন্দ্রজিৎ মন্ডল, প্রান্ত মন্ডল, মিহির জোয়ার্দ্দার, খাইরুল ইসলাম, সৈকত আলম, মিরাজ হোসাইন রিমন, আবু জুবাইদা সান, ইয়াসির আরাফাত,আবিদ আহমেদ,আপন বিশ্বাস।

সাহিদা খাতুন, সুবর্ণা রায়, স্নিগ্ধা বিশ্বাস, শিলা আক্তার, টপা খানম, আজমিরা খাতুন, টুম্পা মন্ডল, সুমাইয়া আক্তার, দিঘি বিশ্বাস, সোনিয়া আক্তার ও সুমাইয়া আক্তার।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভারত ফেরত ২১ কিশোর-কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যান। এর মধ্যে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহন করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র এসব কিশোর-কিশোরীকে দুই বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করেন। সেখানে তারা কাজ করার সময় পুলিশের হাতে আটক হন। পরে কারাভোগ শেষে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদেরকে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার রাতে তারা দেশে ফিরেছেন। তাদেরকে (বৃহস্পতিবার) নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD