শ্রীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৫


শ্রীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
ছবি : প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব বৃদ্ধ মোছলেম উদ্দিনের (৬৫) বিরুদ্ধে। 


বুধবার (১৯ মার্চ) দুপুরে বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিষয়টি প্রকাশ হলে স্থানীয়রা ওই বৃদ্ধার বাড়ীতে হামলা করে ভাংচুর চালায় এবং বৃদ্ধাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: শ্রীপুরে ফোনে স্ত্রীকে বিদায় বলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিল স্বামী


অভিযুক্ত মোছলেম উদ্দিন শ্রীপুরের বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত তাহের আলী ওরফে তাহুর ছেলে। ভিকটিম শিশু সম্পর্কে বৃদ্ধের পুতি (নাতিনের ঘরের মেয়ে)।


ভিকটিম তার নানা বাড়ীতে থেকে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করে। ঘটনার পর থেকে পাশেই তার বাবার বাড়ী রয়েছে সে।


ভুক্তভোগীর নানি মনোয়ারা বেগম জানান, বুধবার দুপুরে মোছলেম উদ্দিন পানির বালতি ধরার কথা বলে তার নাতিকে খড়ের পুঞ্জির আড়ালে নিয়ে যায়। সেখানে নাতিকে তার পড়নের হাফপ্যান্ট খুলতে বলে। নাতি খুলতে না চাইলে মোসলেম উদ্দিন নাতির হাফ প্যান্ট খুলে ফেলে। এসময় দূর থেকে বাড়ীর এক ছেলে দেখে ফেললে মোসলেম উদ্দিন পানির বালতি নিয়ে আস্তে আস্তে চলে যায়। তারপর আমার নাতি বাড়ীতে এসে হাঁপাতে থাকে এবং আমার কাছে ঘটনা খুলে বলে। আগে পরেও মোসলেম আমার নাতির সাথে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করতো। ঘটনাটি এলাকায় জানাজানি হলে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন মোছলেমের বাড়ীতে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।


মোছলেমের স্ত্রী জাহানারা বলেন, দুপুরের ওই শিশুকে বাড়ীর পেছনে গরুর পানি খাওয়ার বালতি ধরতে বলে। আমি বাড়ীতেই ছিলাম। কিন্তু কখন কি হয়েছে তা আমি জানিনা। সন্ধ্যার পরে স্থানীয় লোকজন মিছিল নিয়ে আমার বাড়ীতে এসে ভাংচুর করে তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।


প্রতিবেশী সুলতান উদ্দিন,  মোহাম্মদ পিয়াস,  রহিমা, শেফালী এবং নুরজাহান বলেন, মোসলেম উদ্দিনকে এলাকায় ভালো মানুষ হিসেবেই জানে সবাই। আগে পরে তার এরকম কোন ঘটনা আমরা শুনি নাই। সে এলাকা থেকে বাড়ী বাড়ী গিয়ে বস্তা ক্রয় করতো।


শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, স্থানীয় জনতা শিশু ধর্ষণ চেষ্টাকারী মোছলেম উদ্দিনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা বৃদ্ধকে পুলিশে সোপর্দ করে। শুনেছি বৃদ্ধকে মারধরও করেছে স্থানীয় উত্তেজিত জনতা। আহত বৃদ্ধকে পুলিশ প্রহরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রাখা হয়েছে। ভিকটিম শিশু তার বাবার বাড়ীতে রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাঈদা ইমরোজ ইমা জানান, বুধবার রাত ১১ টার দিকে মোসলেম উদ্দিনকে শ্রীপুর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


আরও পড়ুন: শ্রীপুরে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, শিশু ধর্ষণ চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন।


এসডি/