আওয়ামী লীগের পুনর্বাসন হবে না: আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, কোনো সাধারণ ঘটনা বা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় হয়নি। গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায় হয়েছে। সুতরাং, আমাদের পুনর্জন্ম হতে পারে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। যেই নৌকা ভেঙে বঙ্গোপসাগরে চলে গেছে সেই নৌকাকে আর ফিরিয়ে আনা যাবে না।
শনিবার (২২ মার্চ) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: আ.লীগের সুবিধাভোগীদের মধ্যে অন্যতম জি এম কাদের
আখতার হোসেন বলেন, হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ এখনও দায় স্বীকার বা দুঃখ প্রকাশ করেনি। তাদের পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাঁড়ালে বাংলাদেশের জনগণও তার বিপক্ষে দাঁড়াবে।
শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয়নি। মুজিববাদী আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এখনও আওয়ামী লীগের বিচারের কার্যক্রম শুরু করতে পারেনি। দ্রুত এই কার্যক্রম শুরু করতে হবে। রাজনৈতিকভাবে জুলাই সনদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা থাকতে হবে।
আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন বিএনপি মহাসচিব
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে ছাত্র-জনতা রাজপথে নেমে নিবন্ধন বাতিল করিয়ে ছাড়বে।
সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের নিবন্ধন বাতিল করতে হবে।
সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না। যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন।
এমএল/