সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৫

সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশাপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম, ঢাকার (আরডিআরএফ) ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। আরডিআরএফের ইফতার ও দোয়া মাহফিলে সমিতির সদস্য ও রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন।
সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে সারজিস বলেন, ‘অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা।’
আরও পড়ুন: আমরা এখনও পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি: নীরব
মব জাস্টিস ও ন্যায়বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মূখ্য সংগঠক বলেন, ‘দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। কারণ, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন।’
রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান সারজিস।
আয়োজনে যোগ দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে।’
আরও পড়ুন: মানুষের ভোটাধিকার নিশ্চিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: ড. সুকমল বিশ্বাস
সংবাদমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।
এতে আরও বক্তব্য দেন- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, আরডিআরএফ সভাপতি তামজিদুল, ও সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার, আজকের দৈনিকের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান সাঈদী সোহাগ প্রমুখ।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে: মির্জা ফখরুল

জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহবান তারেক রহমানের

নতুন বাংলাদেশ গঠনে এক লাখ তরুণ খুঁজছে ‘ন্যাশনাল মুভমেন্ট’

আমরা এখনও পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি: নীরব
