জনগণই ঠিক করবে রাষ্ট্র কে পরিচালনা করবে: টুকু

সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব
বিজ্ঞাপন
আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এবং জনগণই ঠিক করবে এই রাষ্ট্র কে পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার-সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।
শনিবার (২২ মার্চ) টাঙ্গাইলের পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, এই মুহুর্তে যেভাবে দেশে খুন, খারাপি হচ্ছে, শিশুরা ধর্ষিত হচ্ছে, এই পরিস্থিতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। সেখানে কোন হানাহানি থাকবেনা, কোন বিদ্বেস থাকবেনা। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।
বিজ্ঞাপন
টুকু বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট হাসিনার আমলে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে জীবন-যাপন করতে পারেনি। এমন কোন অপরাধ তারা করেনাই,গুম, খুন, হামলা-মামলা, হয়রানি, নির্যাতন, লুটপাট, অর্থ পাচার, সবশেষে পালিয়ে গিয়েছে। তারপরও থেমে নেই স্বৈরাচার হাসিনা, ভারতে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমি মনে করি তাদের (আওয়ামী লীগের) নামে যত অপরাধ আছে তার বিচার দ্রুত করা উচিত। সাড়ে সাত মাসে বিচারকাজ এখনো শুরুই হয়নি।
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা।
বিজ্ঞাপন
যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে।
বিজ্ঞাপন
আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি ‘জুলাই-আগস্ট বিপ্লবসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত সকল হত্যা-নির্যাতনের বিচার অবশ্যই করবে বলে বলেও জানান বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু , টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুর সরকার প্রমুখ।
বিজ্ঞাপন
এমএল/








