Logo

আখাউড়া পাবলিক লাইব্রেরী পুন নির্মাণ কাজের উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৫, ০২:২৮
54Shares
আখাউড়া পাবলিক লাইব্রেরী পুন নির্মাণ কাজের উদ্বোধন
ছবি: সংগৃহীত

দেড় দশক ধরে এখানে বই পড়ার কোনো পরিবেশ নেই

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পাবলিক লাইব্রেরী পুন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি লাইব্রেরী পুন নির্মাণ 

কাজের উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, প্রায় তিন দশক আগের এ লাইব্রেরিটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দেড় দশক ধরে এখানে বই পড়ার কোনো পরিবেশ নেই। লাইব্রেরি সাময়িকভাবে উপজেলা পরিষদের একটি ভবনে স্থানান্তর করা হলেও পাঠক ছিলো না। এলাকার সুধী সমাজ দীর্ঘদিন ধরে পাবলিক লাইব্রেরিটি চালুর জন্য দাবি জানিয়ে আসছিলেন।

 

বিজ্ঞাপন

ইউএনও গাজালা পারভীন জানান, লাইব্রেরিটি নতুন করে নির্মাণে উপজেলা পর্যায়ের সভায় সিদ্ধান্ত হয়। পরে সেই সিদ্ধান্ত জেলা প্রশাসনকেও অবহিত করা হয়। প্রাথমিকভাবে কিছু বাজেট দিয়ে এটির পুনর্র্নিমাণ করা হবে। নীচতলায় কমার্শিয়াল লাইব্রেরি ও উপরতলা পড়ার জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। আশা করছি এর মাধ্যমে মানুষের মেধা মননশীলতার বিকাশে ভূমিকা রাখা যাবে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD