Logo

চুয়াডাঙ্গায় কুপিয়ে জখমের দুদিন পর যুবকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৫, ২৩:৪৫
40Shares
চুয়াডাঙ্গায় কুপিয়ে জখমের দুদিন পর যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

১২ এপ্রিল রাতে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জখম হন নিপুন সাহা।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় নিপুন কুমার সাহা নামে এক যুবককে কুপিয়ে জখমের দুদিন পর তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় সে। এর আগে ১২ এপ্রিল রাতে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জখম হন নিপুন সাহা।

বিজ্ঞাপন

নিহত নিপুন কুমার সাহা (২৪) শহরের বড়বাজার পাড়ার কৃষ্ণপদ সাহার ছেলে। তিনি বর্তমানে শহরের টাউন ফুটবল মাঠ এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

ঘটনা সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল রাতে দু পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে ফেরিঘাট রোডের তরমুজ বিক্রেতা আমিনুল ইসলাম ও বৈদ্যুতিক মিস্ত্রী রুবেলকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। এরই জের ধরে ১২ এপ্রিল রাতে শহরের টাউন ফুটবল মাঠের সামনে নিপুনকে একা পেয়ে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেলে নেয়া হয়। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আইসিইউতে মঙ্গলবার মারা যান নিপুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD