Logo

পিএসএল খেলতে দেশ ছাড়ার আগে যা বললেন নাহিদ রানা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৫, ০১:২১
45Shares
পিএসএল খেলতে দেশ ছাড়ার আগে যা বললেন নাহিদ রানা
ছবি: সংগৃহীত

পিএসএল খেলতে দেশ ছাড়ার আগে যা বললেন নাহিদ রানা

বিজ্ঞাপন

নাহিদ রানার মূল অস্ত্র গতি দিয়েই রাজত্ব করছেন। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়ছেন। বছরখানেকের ক্যারিয়ারে নিজেকে থিতুও করেছেন। প্রথমবারের মতো বিদেশি কোনো লিগেও খেলতে যাচ্ছেন তিনি। তার আগে নাহিদ শুনিয়েছেন প্রত্যয়।

শনিবার (২৬ এপ্রিল) পিএসএল খেলতে দেশ ছাড়ছেন নাহিদ রানা। যাওয়ার আগে গণমাধ্যমকে জানিয়েছেন, ভালো করতে বেশ আত্মবিশ্বাসী তিনি। নাহিদ রানা বলেন, 'নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।'

বিজ্ঞাপন

পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন নাহিদ রানা। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের ড্রাফটে এই পেসারকে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় পেশোয়ার।

বিজ্ঞাপন

এদিকে পিএসএলের এবারের আসরে আরো দুই বাংলাদেশি দল পেয়েছেন। তাদের মধ্যে রিশাদ হোসেন এখন পাকিস্তানে অবস্থান করছেন। ইতোমধ্যেই চারটি ম্যাচও খেলেছেন তিনি। তবে লিটন দাস আসর শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD