Logo

ফার্নিচার ও ইলেকট্রনিকস শো রুমে ব্যাপক তান্ডব ও লুটপাট

profile picture
জনবাণী ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৫, ০৬:০৪
44Shares
ফার্নিচার ও ইলেকট্রনিকস শো রুমে ব্যাপক তান্ডব ও লুটপাট
ছবি: সংগৃহীত

শো-রুমে রীতিমত তান্ডব চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা লুট সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামারায় ফার্নিচার ও ইলেকট্রনিকস শো-রুম সহ কয়েকটি দোকানে ব্যাপক তান্ডব, লুটপাট ও ভাংচুর চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। শো-রুমে রীতিমত তান্ডব চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা লুট সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। 

ভেড়ামারা থানায় মামলা করতে গেলেও প্রাননাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। ভাংচুর, লুটপাট সহ নানা অভিযোগ এনে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা জানবার হোসেন’র বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আশরাফুল আলম। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ৩টায় বামনপাড়াস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তিনি এই সাংবাদিক সম্মেলন করেন। এ সময় তিনি দাবী করেন, জানবার চেয়ারম্যান এর সরাসরি নেতৃত্বে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

সাংবাদিক সম্মেলনে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে জানবার চেয়ারম্যান’র নেতৃত্বে একদল সশস্ত্র সংঘবদ্ধ চক্র দেশীয় ধারালো অস্ত্র রামদা, হাসুয়া, লোহার পাইপ, রড, হাতুড়ি, হকিষ্টিক, কাঠের বাটাম ও লাঠি-সোঠা নিয়ে শো রুমে হামলা চালায়। 

বিজ্ঞাপন

এসময় ৭টি নতুন ফ্রিজ, ৬টি ড্রেসিং টেবিল, ৩টি আলমারি, ৪টি ওয়ার-ড্রপ, ৫টি কাঠের খাট সহ অন্যান্য সকল কিছু ব্যাপক ভাংচুর করে। তারা ১০টি এলইডি টেলিভিশন লুটপাট করে নিয়ে যায়। যার ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১৯ লক্ষ টাকা। এছাড়াও  ড্রয়ারে থাকা নগদ ৫ লক্ষ ৬০ হাজার টাকাও লুট করে। এই ঘটনায় জানবার হোসেন চেয়ারম্যান কে ১ নং আসামী করে থানায় একটি এজাহার দায়ের করলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা আবারো প্রাননাশের হুমকি দেয় বলে জানান ভুক্তভোগী ওই ব্যবসায়ী। 

বিজ্ঞাপন

সকালে বিএনপি নেতা জানবার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন এর চেষ্টা করলেও তা সফল হয়নি। জানবার চেয়ারম্যান’র সন্ত্রাসী গ্রুপের কারনে তাও করতে পারিনি। সাংবাদিক সম্মেলনে নিজের জীবনের এবং পরিবারের নিরাপত্তা দাবী করেছেন তিনি প্রশাসনের কাছে। সংবাদ সম্মেলনে আশরাফুলের ৩ ভাই উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানবার হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার  সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে হিংসামূলক সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করছে বলেও জানান।

বিজ্ঞাপন

 

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD