Logo

এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহর জন্য: সিমরিন লুবাবা

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৫, ০৫:৪৬
51Shares
এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহর জন্য: সিমরিন লুবাবা
ছবি: সংগৃহীত

বেশকিছুদিন ধরেই নিজেকে সে এনেছে ইসলামের সু-শীতল ছায়াতলে

বিজ্ঞাপন

শোবিজ অঙ্গনের চাকচিক্য ছেড়ে এবার অন্য পথে হাঁটছে আলোচিত-সমালোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। বেশকিছুদিন ধরেই নিজেকে সে এনেছে ইসলামের সু-শীতল ছায়াতলে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে তার এ পরিবর্তনের কথা তুলে ধরেছেন। 

পোস্টে লুবাবা লিখেছেন, ‘আমার এই পরিবর্তন ১ বছরের মতো। আমি অনেক ভিডিওতে বলেছি, ‘দিস চেইঞ্জ জাস্ট ফর আল্লাহ’ মানুষ দেখানো না। আমি যেই ব্রান্ডগুলোর সাথে কাজ করি তারা জানেন, যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয়, আমি আগে নামাজ শেষ করি, তারপর কাজ।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার কথায়, ‘যেই ব্রান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় আমি জাস্ট ওইসব ব্রান্ডগুলোর হয়েই কাজ করছি। আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করবো। যদি এটা না পারি আমি এই মিডিয়া থেকেও একদিন লিভ নিবো। আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নেক।’

শিশুশিল্পী আরও লিখেছেন, ‘আমি অনেক ছোট্ট একটি মেয়ে। এই আলো ঝলমলে লাইফ থেকে, আজ আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি। কিন্তু গুটি কয়েক মানুষ আমার পিছনে লেগেই আছে। যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যে বলে। আমি সবসময় ইগনোর করে যাই। মাঝে মধ্যে বাধ্য হই কিছু লিখতে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লুবাবার ভাষ্যে, ‘তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন। আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন। আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে ভালো আছি।’ 

শেষে বলেন, ‘ভুলে যাবেন না, এই দুনিয়া অস্থায়ী। একদিন আপনাকেও, আমাকেও, আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন।’

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD