Logo

চীনে ভূমিধসে নিহত ২, নিখোঁজ ১৯

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৫, ০৬:৫৪
35Shares
চীনে ভূমিধসে নিহত ২, নিখোঁজ ১৯
ছবি: সংগৃহীত

এ ঘটনায় আরও ১৯ জন নিখোঁজ রয়েছে

বিজ্ঞাপন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভূমিধসের ঘটনায় গুইঝৌ প্রদেশের ছিংইয়াং গ্রামের আটটি পরিবারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে, যেখানে অন্তত ১৯ জন আটকে পড়েছেন। একইসঙ্গে পাশের চাংশি টাউনশিপ এলাকাতেও আরেকটি ভূমিধস হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য গুইঝৌর পিপলস লিবারেশন আর্মি এবং স্থানীয় মিলিশিয়া বাহিনী মোট ১২০ জন উদ্ধারকর্মী পাঠিয়েছে। পাশাপাশি ৬০ জন পুলিশও মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একজন স্থানীয় বাসিন্দা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার আগের রাতজুড়ে টানা বৃষ্টি হয়েছে। ড্রোন ফুটেজে দেখা গেছে, সবুজ পাহাড়ি ঢালের মধ্য দিয়ে একটি বিশাল ধস নামা মাটির অংশ ছড়িয়ে পড়েছে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD