প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:০৩ পিএম, ২রা আগস্ট ২০২৫

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫-এর আসরে বাজিমাত করলেন কিং খান। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় নানা বক্স অফিস সাফল্য, ফ্যানদের ভালোবাসা, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হতে যাচ্ছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।
গত শুক্রবার (১ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ লেখেন, ‘এই সম্মান আমার ৩৫ বছরের পরিশ্রমের স্বীকৃতি। আমি আমার দর্শকদের, সহকর্মীদের, এবং পরিবারকে ধন্যবাদ জানাই যারা সবসময় আমার পাশে থেকেছেন।’
শাহরুখের জাতীয় পুরস্কার পাওয়া তার অগণিত ভক্তদের জন্য বয়ে এনেছে বিরাট আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাদের প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
উল্লেখ, ৩৩ বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি বলিউড বাদশাহ। অবশেষে তার হাতে উঠছে পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি।