অপূর্বকে জড়িয়ে ধরে ছেলে আয়াশের কান্না
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ পিএম, ৬ই আগস্ট ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ‘বড় ছেলে’ নাটক দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা শুধু নাটকে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। সম্প্রতি তিনি শেয়ার করেছেন একটি আবেগঘন মুহূর্তের ভিডিও, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়—দীর্ঘদিন পর আমেরিকা থেকে ফিরে ছেলের রুমে যান অপূর্ব। বেলকনির পর্দা সরিয়ে চুপিচুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেন তিনি। হঠাৎ বাবাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে ছেলে আয়াশ। দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে সে।
ভিডিওর ক্যাপশনে অপূর্ব লেখেন, “ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।” সঙ্গে জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই অনেকে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান। প্রবীণ অভিনেতা আজম খান মন্তব্য করেন, “অসাধারণ একটা মুহূর্ত, মায়া আর ভালোবাসার।” এক নেটিজেন লিখেছেন, “পৃথিবীর সেরা আলিঙ্গন হচ্ছে বাবা-মাকে জড়িয়ে ধরা। এর চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু হতে পারে না।”
বাবা-ছেলের এই হৃদয়স্পর্শী পুনর্মিলন ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়।
আরএক্স/