জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ হয়েছেন : রুহুল আমিন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১০ পিএম, ৯ই আগস্ট ২০২৫


জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ হয়েছেন : রুহুল আমিন
গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে দলের ১০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত

জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন বলেছেন, আমরা লক্ষ্য করেছি যে, পার্টি থেমে যাচ্ছে, পার্টি টুকরো টুকরো হচ্ছে। কারণ যারা মূল দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।


শনিবার (৯ আগস্ট) দুপুরে গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে দলের ১০তম জাতীয় কাউন্সিলের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আমাদের নেতা-কর্মীদের মূল্যায়ন করে এবং দেশের মানুষের ভবিষ্যৎ সম্ভাবনার কথা চিন্তা করে আমরা কাউন্সিলের আয়োজন করেছি।


এবিএম রুহুল আমিন বলেন, দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন হবে কি-হবে না, একটা সন্দেহের মধ্যে দেশবাসী প্রহর গুনছে। সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে কখন কীভাবে আহত হবে, আঘাত প্রাপ্ত হবে, বাড়ি থেকে বের হয়ে ঘরে ফিরতে পারবে কিনা, এরকম একটা সময়ের মধ্যে আমরা এই কাউন্সিলের আয়োজন করেছি।


‘এই কাউন্সিল জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণসহ অবস্থান থেকে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারব। সেই নির্বাচনে জাতীয় পার্টি জনগণের কাছে যাবে। জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ যেকোনো সময়ের চেয়ে আমরা ভালো করব। এই অঙ্গীকার নিয়ে আমাদের এই কাউন্সিল।’


এবিএম রুহুল আমিন বলেন, গত আট বছর ধরে এই পার্টির কি অবস্থা ছিল? আমাদের নেতাকর্মীরা তাদের শরীরের ঘাম, তাদের অর্থ, তাদের সন্তানের টাকা নষ্ট করে, তারা এই দল টিকিয়ে রেখেছে। দল সামনে এগিয়ে যাবে, এ রকম একটা প্রত্যাশা নিয়ে তারা সুখে দুঃখে জাতীয় পার্টির পাশে ছিলেন।


তিনি আরও বলেন, আল্লাহর রহমত আমাদের সবার ভাগ্য, আমরা ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আবার এগিয়ে যাব। এই কাউন্সিলে আমাদের অঙ্গীকার হবে প্রত্যেকে নিজস্ব এলাকায় গিয়ে উপজেলা এবং ইউনিয়ন, মহানগর পর্যায়ে দলকে আমরা সংগঠিত করব এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, মানব সেবায় মানবকল্যাণে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় পার্টি। আর এটাই হোক এই কাউন্সেল অঙ্গীকার।

এসএ/