কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৪ নারী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৪১ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে রয়েছেন ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান এবং ১ জন সিরিয়ান নারী।
শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ অভিযান পরিচালিত হয় প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসন খাতের প্রধানের নেতৃত্বে।
আরও পড়ুন: এক ইসরায়েলির বদলে ৫০ ফিলিস্তিনি’—বিতর্কিত হুমকিতে উত্তাল বিশ্ব
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড দমন, শ্রম ও আবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
আটক নারীদের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২ অনুযায়ী, ভিক্ষাবৃত্তির দায়ে অভিযুক্ত নারী ও তাদের স্পনসর উভয়কেই নির্বাসনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বন্যায় হতাহতদের জন্য হৃদয় ভেঙেছে মালালার
এ ছাড়া, কুয়েতি কর্তৃপক্ষ মনে করছে, ভিক্ষাবৃত্তিতে জড়িতদের ছবি ও পরিচয় প্রকাশ করলে অন্যরা এ ধরনের কাজে নিরুৎসাহিত হবেন। উল্লেখ্য, কুয়েতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ভাঙতে পারে যেকোনো সময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারতে বাংলাদেশি নারী পাচার বৃদ্ধি, যৌনপল্লিতে আটকে জোরপূর্বক দেহ ব্যবসা

নিউইয়র্কের ক্লাবে গুলিবর্ষণ, নিহত ৩

এক ইসরায়েলির বদলে ৫০ ফিলিস্তিনি’—বিতর্কিত হুমকিতে উত্তাল বিশ্ব
