নিউইয়র্কের ক্লাবে গুলিবর্ষণ, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০২ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের একটি ক্লাবে এ হামলা ঘটে।
নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিরোধের জেরে একাধিক হামলাকারী অস্ত্র ব্যবহার করে এ গুলিবর্ষণ চালায়। তিনি এটিকে নিউইয়র্কে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৪ নারী গ্রেফতার
পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করেছে। এছাড়া কাছের একটি সড়ক থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও কেউ গুরুতর অবস্থায় নেই বলে জানিয়েছেন কমিশনার টিশ।
গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ করছে।
আরও পড়ুন: এক ইসরায়েলির বদলে ৫০ ফিলিস্তিনি’—বিতর্কিত হুমকিতে উত্তাল বিশ্ব
উল্লেখ্য, এমন সময়ে এ হামলার ঘটনা ঘটল যখন নিউইয়র্কে বন্দুক সহিংসতা সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে। জুলাইয়ের শেষ দিকে ম্যানহাটনের মিডটাউন এলাকায় বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন, যার মধ্যে হামলাকারী নিজেও ছিল।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ভাঙতে পারে যেকোনো সময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারতে বাংলাদেশি নারী পাচার বৃদ্ধি, যৌনপল্লিতে আটকে জোরপূর্বক দেহ ব্যবসা

কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৪ নারী গ্রেফতার

এক ইসরায়েলির বদলে ৫০ ফিলিস্তিনি’—বিতর্কিত হুমকিতে উত্তাল বিশ্ব
