মেসির সঙ্গেই ক্যারিয়ার শেষ করতে চান সুয়ারেজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:৪৮ পিএম, ২০শে আগস্ট ২০২৫

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে খেলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এবার এই দুই পুরনো সতীর্থ একসঙ্গে ফুটবলকে বিদায় জানাতে পারেন বলে ইঙ্গিত দিলেন সুয়ারেজ।
অবসর প্রসঙ্গে সুয়ারেজ বলেন, “এখন আমাদের দুজনেরই বয়স বেড়েছে। আমরা আমাদের নিজস্ব পরিস্থিতি ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। তবে মেসির সঙ্গে একই সময়ে অবসর নেওয়ার ইচ্ছা অবশ্যই আছে। দীর্ঘদিন ধরেই আমরা এ বিষয়ে কথা বলছি। সবকিছু নির্ভর করছে আমাদের চুক্তি নবায়নের ওপর।”
আরও পড়ুন: দেশের ইতিহাসে প্রথমবার পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার
বর্তমানে মেসি ও সুয়ারেজ দুজনেরই চুক্তি শেষ হবে ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষে। তবে ইতোমধ্যেই মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে ইন্টার মিয়ামি আলোচনা শুরু করেছে। ক্লাব কর্তৃপক্ষ এবং মেসি উভয়ই মাঠের ভেতর ও বাইরের সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী।
এদিকে ইন্টার মিয়ামি আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টিগ্রেস ইউএএনএল-এর মুখোমুখি হবে। হেড কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন, মেসি ম্যাচে খেলতে পারবেন। যদিও তিনি বর্তমানে আলাদা অনুশীলন করছেন।
আরও পড়ুন: বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নেদারল্যান্ডস
উল্লেখ্য, গত শনিবার (১৬ আগস্ট) এলএ গ্যালাক্সির বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। তবে মাসচেরানো জানিয়েছেন, ম্যাচ চলাকালে মেসি কিছুটা অস্বস্তি অনুভব করেন এবং তার সামান্য মাসল ইনজুরি রয়েছে।
এএস