সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ২০শে আগস্ট ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
বুধবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে দেড় মাসের অনুশীলনের ফল মেলে বাংলাদেশ দলের। জয়ের নায়ক আলপী আক্তার জোড়া গোল করেন, আরেকটি গোল আসে সুরভী আকন্দ প্রীতির পা থেকে।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে পরাজিত জ্যোতির দল
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির আগে এক আক্রমণ ঠেকাতে এগিয়ে আসা ভুটানি গোলরক্ষকের সঙ্গে ডিফেন্ডারের বিভ্রান্তির সুযোগে সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে বল জালে প্রবেশ করে। খানিকটা সৌভাগ্যক্রমেই আসে প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে আলপী আক্তার দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন। যদিও ভুটান একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে, তবে ৬৪ মিনিটে কর্নার থেকে আলপীর দ্বিতীয় গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে।
আরও পড়ুন: মেসির সঙ্গেই ক্যারিয়ার শেষ করতে চান সুয়ারেজ
শেষ সময়ে আরও কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে ৩-১ গোলের জয় নিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করল মেয়েরা।
এএস