Logo

মেসির সঙ্গেই ক্যারিয়ার শেষ করতে চান সুয়ারেজ

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ০৫:৪৮
62Shares
মেসির সঙ্গেই ক্যারিয়ার শেষ করতে চান সুয়ারেজ
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে খেলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এবার এই দুই পুরনো সতীর্থ একসঙ্গে ফুটবলকে বিদায় জানাতে পারেন বলে ইঙ্গিত দিলেন সুয়ারেজ।

বিজ্ঞাপন

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে খেলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এবার এই দুই পুরনো সতীর্থ একসঙ্গে ফুটবলকে বিদায় জানাতে পারেন বলে ইঙ্গিত দিলেন সুয়ারেজ।

অবসর প্রসঙ্গে সুয়ারেজ বলেন, “এখন আমাদের দুজনেরই বয়স বেড়েছে। আমরা আমাদের নিজস্ব পরিস্থিতি ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। তবে মেসির সঙ্গে একই সময়ে অবসর নেওয়ার ইচ্ছা অবশ্যই আছে। দীর্ঘদিন ধরেই আমরা এ বিষয়ে কথা বলছি। সবকিছু নির্ভর করছে আমাদের চুক্তি নবায়নের ওপর।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে মেসি ও সুয়ারেজ দুজনেরই চুক্তি শেষ হবে ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষে। তবে ইতোমধ্যেই মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে ইন্টার মিয়ামি আলোচনা শুরু করেছে। ক্লাব কর্তৃপক্ষ এবং মেসি উভয়ই মাঠের ভেতর ও বাইরের সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী।

এদিকে ইন্টার মিয়ামি আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টিগ্রেস ইউএএনএল-এর মুখোমুখি হবে। হেড কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন, মেসি ম্যাচে খেলতে পারবেন। যদিও তিনি বর্তমানে আলাদা অনুশীলন করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শনিবার (১৬ আগস্ট) এলএ গ্যালাক্সির বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। তবে মাসচেরানো জানিয়েছেন, ম্যাচ চলাকালে মেসি কিছুটা অস্বস্তি অনুভব করেন এবং তার সামান্য মাসল ইনজুরি রয়েছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD