Logo

এশিয়া কাপের বিমানে তৃতীয় ওপেনার হিসেবে কার ভাগ্য খুলছে?

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৫, ০১:৪১
61Shares
এশিয়া কাপের বিমানে তৃতীয় ওপেনার হিসেবে কার ভাগ্য খুলছে?
ছবি: সংগৃহীত

সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন ৫ জন ক্রিকেটার

বিজ্ঞাপন

আসন্ন এশিয়া কাপ সামনে রেখে চলতি আগস্টের প্রথম সপ্তাহে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ 

তবে শুক্রবার (২২ আগস্ট) মধ্যে আইসিসির কাছে ১৫ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে বিসিবিকে। সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন ৫ জন ক্রিকেটার।  

বিজ্ঞাপন

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে কারা থাকছেন এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিশেষ করে তৃতীয় ওপেনার হিসেবে কে উঠবেন এশিয়া কাপের বিমানে, এ নিয়ে প্রশ্ন এখন সবার মনে। এ জায়গায় খুব একটা চমক থাকছে না বলে শোনা যাচ্ছিল। তবে সময় পার হতেই এই পজিশনের জন্য আলোচনায় আসতে শুরু করেছে আরো দু-একজনের নাম।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো করতে পারেননি নাঈম শেখ। টি-টোয়েন্টি সুলভ যে ইনিংস সেটা তার ব্যাট থেকে দেখা যায়নি। মূলত নাঈমকেই এশিয়া কাপের তৃতীয় ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল। তবে এমন পারফরম্যান্সের পর আসলে অনেকটাই পিছিয়ে গেছেন তিনি।

বিজ্ঞাপন

টপ এন্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কয়েকটি ম্যাচে ভালো করেছেন জিসান আলম। তবে তাকে নেদারল্যান্ডসের বিপক্ষে দলে সুযোগ দেয়া হবে কিনা সে বিষয়েও এখনো নিশ্চিত করে জানা যায়নি। কেননা জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত অভিষেক তো দূরের কথা, কখনো ডাকও পাননি এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

সেক্ষেত্রে আলোচনায় রয়েছে আরও একটি নাম, সৌম্য সরকার। বড় টুর্নামেন্ট এলেই যেন সৌম্যের নাম চলে আসে বাংলাদেশ ক্রিকেটে। যদিও সৌম্যও কোথাও বলার মতো কিছুই করেননি এখনও। তবে অভিজ্ঞতার বিচারে তিনি থাকছেন এগিয়ে।

বিজ্ঞাপন

সাবেক ক্রিকেটার এবং দেশের ঘরোয়া ক্রিকেটের তারকা এক কোচও এমনটা জানালেন। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘আমার হিসাবের সৌম্য  এগিয়ে থাকবে অভিজ্ঞতা বিচারে। জিসানকে নিয়েও কথা হবে। কিন্তু ও বড় কোনো টুর্নামেন্টে ধারাবাহিক রান করতে পারেনি। যেমনটা নাঈম শেখ করে এনসিএল বা বিপিএলে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তবে জিসান প্রসেসের মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে রেডি হচ্ছে। তাকে এখন নেদারল্যান্ডস সিরিজে নিয়ে যদি না খেলায় এরপর এশিয়া কাপেও না খেলায়। এরপর এনসিএলে ফেল করে তাহলে তো আবার বাদ যাবে। যা ওর জন্য ঠিক হবে না,  আমার হিসেবে ধারণা এই মুহূর্তে নাঈমের থেকে সৌম্যর সুযোগ বেশি।’

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD