দেশে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে: আ স ম রব


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৫ পিএম, ২২শে আগস্ট ২০২৫


দেশে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে: আ স ম রব
ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব জানিয়েছেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তবে সংগ্রামী ছাত্র সমাজ যে কোনো চক্রান্তকে রুখে দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


শুক্রবার (২২ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবুদর রব।


তিনি বলেন, ছাত্র সমাজকে আরও সচেতন, সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্নকে ব্যর্থ করে দিতে পারে।


আরও পড়ুন: নির্বাচন বিলম্বিত হলে দেশ ভয়াবহ বিপদের মুখে পড়বে: ডা. জাহিদ


তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে যখন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বেড়েই চলেছে, তখন বৈষম্যহীন, সার্বজনীন ও গণমুখী শিক্ষা জাতির মুক্তি ও ক্ষমতায়নের চাবিকাঠি। এ ধরনের শিক্ষা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সমালোচনামূলক চিন্তা গড়ে তুলবে। তাই ফ্যাসিবাদী শাসন কাঠামোর পরিবর্তে অংশীদারিত্বভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা নিতে হবে।


ছাত্র সমাজের উদ্দেশে তিনি আরও বলেন, আসুন, আমরা একযোগে শপথ নেই- শিক্ষা হবে গণমুখী, বৈষম্যহীন এবং জাতির অগ্রগতির বাহক।


বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গণমুখী শিক্ষা কেবল চাকরির সুযোগের জন্য নয়; এটি মানবিকতা, ন্যায়বোধ, বিজ্ঞানমনস্কতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশেও ভূমিকা রাখবে।


জেএসডির স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেন, ছাত্রসমাজের ঐক্য ও সংগ্রামী আন্দোলনের মধ্য দিয়েই এমন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব যা দেশের সমৃদ্ধি ও ন্যায়সঙ্গত সমাজ গঠনের ভিত্তি হবে।


আরও পুড়ুন: চীন সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, সঙ্গী হচ্ছেন যারা


সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তানজিদুর রহমান পিয়াস। সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রাফিনের সঞ্চালনায় বক্তব্য দেন গাজীপুর মহানগরের প্রতিনিধি রাকিবুল ইসলাম শান্ত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাবিলা সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেবিন আক্তার সুজানা প্রমুখ।


৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন


প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতে মোসলেহ উদ্দিন বিজয়কে সভাপতি, নাবিলা  সুলতানাকে সাধারণ, মোহাম্মদ শাহরিয়ার আলম সৌখিন, জেবিন আকতার, শুভ্র দেবনাথ শুভ, তামিম চৌধুরী, নাহিদ হাসান রিমনকে সহ-সভাপতি, জাহিদ হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক, আসিফুল ইসলাম রিয়াজকে সাংগঠনিক সম্পাদক, ইমতিয়াজ আহমেদ সিয়ামকে দপ্তর সম্পাদক, সাইফ তাসলিম চৌধুরীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মিনহাজুল ইসলাম রাজুকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত করে ( ২০২৫-২০২৬) মেয়াদে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।


এমএল/