নির্বাচন বিলম্বিত হলে দেশ ভয়াবহ বিপদের মুখে পড়বে: ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১০ পিএম, ২২শে আগস্ট ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন কারণে বিলম্বিত হলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, যারা পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে, তারা প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
আরও পড়ুন: চীন সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, সঙ্গী হচ্ছেন যারা
তিনি বলেন, নির্বাচন যদি বিলম্ব হয় তাহলে পতিত স্বৈরাচারের সুবিধাভোগীরা লাভবান হবে। আর এ কথা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে।
তিনি আরও বলেন, গায়ের জোরে নয়, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে। জোর জবরদস্তির কিছু করতে গেলে মানুষ মনে করবে আপনি উগ্রপন্থার পথ অবলম্বন করছেন।
দেশে বিএনপির হাত ধরেই সংস্কারের সূচনা হয়েছিল জানিয়ে ডা. জাহিদ বলেন, অথচ যারা আজ সংস্কারের বুলি আওড়াচ্ছে, তারাই অতীতে স্বৈরাচারের পুনর্বাসন করেছিল।
আরও পড়ুন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম হাসপাতালে
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আশা রাখি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।
এমএল/