‘ফ্যাসিস্ট বিজেপি’র বিরুদ্ধে থালাপতি বিজয়ের যুদ্ধ ঘোষণা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৫৩ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


‘ফ্যাসিস্ট বিজেপি’র বিরুদ্ধে থালাপতি বিজয়ের যুদ্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় ভারতের ক্ষমতাসীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন।


বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ে পারাপাথিতে অনুষ্ঠিত তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে এমন কোনো দল নয় যা ভয় পায় বা গোপনে মাফিয়া ব্যবসা চালায়।”


আরও পড়ুন: আবারও শাকিব খানকে নিয়ে যা জানালেন অপু বিশ্বাস


তিনি রূপক টানেন, “সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে তার শব্দ আট কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। জঙ্গলে শিয়াল অনেক, কিন্তু সিংহ মাত্র একটি—আর সিংহই জঙ্গলের রাজা।”


বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও কখনো বিজেপির সঙ্গে থাকবে না।”


আরও পড়ুন: অনুমতি ছাড়াই ছবি-ভিডিও ব্যবহারে হুঁশিয়ারি প্রভার


টিভিকে-কে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন বিজয়। গত বছর দলের গঠন হওয়ার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে তার প্রথম রাজনৈতিক লড়াই।


আরএক্স/