ক্যামেরুন সীমান্তে নাইজেরিয়ার বিমান হামলায় নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৯ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বর্নো প্রদেশের কুমশে এলাকায় সন্ত্রাসী ঘাঁটিগুলোতে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। চারটি আলাদা লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।
নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ) জানিয়েছে, সেনাদের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতির খবর পেয়ে এই অভিযান চালানো হয়। চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবেই হামলাটি পরিচালিত হয়েছে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে নিরপেক্ষ জায়গায় আলোচনায় আগ্রহী পাকিস্তান: ইশহাক দার
এনএএফ মুখপাত্র এহিমেন এজোদামে জানান, হামলার পর স্থলবাহিনীর সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম ও আইএসডব্লিউএপি (আইসিসি ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স) সম্প্রতি হামলা বাড়িয়েছে। সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে তারা সেনা হত্যা করছে এবং অস্ত্রশস্ত্র দখল করছে। সহিংসতা ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ ক্যামেরুন, চাদ ও নাইজার সীমান্তেও।
আরও পড়ুন: ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ব্যর্থতায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
প্রায় ১৬ বছর ধরে চলা এই সংঘর্ষে জাতিসংঘের হিসাবে ৩৫ হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন অন্তত ২০ লাখ মানুষ।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে বোমা, রকেট ও অন্যান্য যুদ্ধাস্ত্র সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্রের দাবি, এতে সন্ত্রাসবিরোধী অভিযানে নাইজেরিয়ার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
এএস