ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৩৪ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ক্রুস্ক প্রদেশের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এ হামলা চালানো হয় বলে সোমবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
আরও পড়ুন: ক্যামেরুন সীমান্তে নাইজেরিয়ার বিমান হামলায় নিহত ৩৫
বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুতই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ধ্বংস হওয়ায় কেন্দ্রটির প্রায় অর্ধেক অংশ অচল হয়ে পড়েছে এবং উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতেই ইউক্রেন রাশিয়ার ১৩টি প্রদেশে শতাধিক বিস্ফোরকবাহী কামিকাজি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ৯৫টি ধ্বংস করে রুশ প্রতিরক্ষা বাহিনী। শুধু ক্রুস্ক অঞ্চলে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে নিরপেক্ষ জায়গায় আলোচনায় আগ্রহী পাকিস্তান: ইশহাক দার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেন নিয়মিত রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এর আগে চলতি আগস্টের শুরুতে রাশিয়ার সিজরানের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী।
সূত্র : রয়টার্স