ওমানে চালু হতে যাচ্ছে ‘গোল্ডেন ভিসা’


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৫৯ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


ওমানে চালু হতে যাচ্ছে ‘গোল্ডেন ভিসা’
ছবি: সংগৃহীত

ওমান সরকার বিনিয়োগকারীদের জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো ‘গোল্ডেন ভিসা’ চালু করতে যাচ্ছে। নতুন এই উদ্যোগের লক্ষ্য দেশটিকে বৈশ্বিক বিনিয়োগকেন্দ্র হিসেবে শক্তিশালী করা এবং ব্যবসায়িক ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা।


আরও পড়ুন: ক্যামেরুন সীমান্তে নাইজেরিয়ার বিমান হামলায় নিহত ৩৫


ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রসার মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মসূচির সঙ্গে ‘আল মাজিদা কোম্পানিজ’ উদ্যোগ এবং ‘ওমান বিজনেস’ প্ল্যাটফর্মের নতুন সেবা চালু করা হবে। এর মাধ্যমে ব্যবসায়িক নিবন্ধন ইলেকট্রনিকভাবে স্থানান্তর করা যাবে এবং দেশীয় কোম্পানিগুলোকে সহায়তা দেওয়া হবে।


৩১ আগস্ট সালালাহতে একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনার্জি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে, যা দেশের নির্মাণ খাতের উন্নয়নে সহায়ক হবে।


আরও পড়ুন: ভারতের সঙ্গে নিরপেক্ষ জায়গায় আলোচনায় আগ্রহী পাকিস্তান: ইশহাক দার


মুবারক বিন মোহাম্মদ আল দৌহানি জানান, গোল্ডেন ভিসার মূল উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং ওমানি কোম্পানিগুলোকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সুযোগ দেওয়া।


উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর মতো বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই ওমান এই উদ্যোগ নিয়েছে।


আরএক্স/