ডিবি কর্মকর্তা নন মেরুন টি-শার্ট পরিহিত যুবক: ডিবিপ্রধান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৫ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


ডিবি কর্মকর্তা নন মেরুন টি-শার্ট পরিহিত যুবক: ডিবিপ্রধান
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিল চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর।


হামলার সময় মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক যুবককে নুরকে আঘাত করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আরও পড়ুন: আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে তিন রাজনৈতিক দল


ঘটনা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, ওই যুবক ডিবির কেউ নন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


বর্তমানে নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।


আরও পড়ুন: নুরকে প্রধান উপদেষ্টার কল, তদন্তের আশ্বাস


তিনি জানান, সিটিস্ক্যান শেষে নুরকে পুনরায় আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে।


ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের চিকিৎসায় ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে নিউরোসার্জারি, এনেস্থেসিয়া, নাক-কান-গলা ও চক্ষু বিভাগের চিকিৎসকরা অন্তর্ভুক্ত আছেন।


আরও পড়ুন: নুরের ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল


তিনি বলেন, নুরের মাথা ও নাকে আঘাত রয়েছে। যদিও তার জ্ঞান ফিরেছে, তবে অন্তত ৪৮ ঘণ্টা না গেলে শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।


প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।


এএস