Logo

এবার অভিনয়ে চঞ্চল চৌধুরীর ছেলে!

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৬
9Shares
এবার অভিনয়ে চঞ্চল চৌধুরীর ছেলে!
ছবি: সংগৃহীত

বাবা খ্যাতিমান অভিনেতা, এবার সেই পথেই হাঁটলেন ছেলে। প্রথম বারের মতো অভিনয়ে হাতেখড়ি হয়েছে চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধর।জানা গেছে, ‘সুশীল ফেমে...

বিজ্ঞাপন

বাবা খ্যাতিমান অভিনেতা, এবার সেই পথেই হাঁটলেন ছেলে। প্রথম বারের মতো অভিনয়ে হাতেখড়ি হয়েছে চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধর।

জানা গেছে, ‘সুশীল ফেমেলি’ নামক একটি টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে চঞ্চল চৌধুরির ছেলে শুদ্ধ। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস আর নির্দেশনা দিয়েছেন দীপু হাজরা। নাটকটি গাজী টিভিতে প্রচারিত হবে।
সোমবার (১৮ এপ্রিল) চঘ্চল চৌধুরি তার ফেসবুক থেকে এক পোস্ট দেন। 

পোস্টটি জনবাণী পাঠকের জন্য হুবুহু তুলে দেয়া গলো-
 

বিজ্ঞাপন

“শুদ্ধ’র জাস্ট প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো!!
ব্যাপারটা আহা মরি কিছু না।
গিয়েছিল পুবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে।সাথে ওর মা’ও ছিল।
আনপ্ল্যান্ড….
ইম্প্রোভাইজড ছোট ছোট চার পাঁচ ডায়লগের 
ছোট্ট একটা সিকোয়েন্স।
কো আর্টিস্ট দিব্য সৌম্য…
শুদ্ধ’র যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের।
শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না….
আগে তো শুটিং দেখতে হবে,
তারপর অভিনয়টা শিখতে হবে,
তারপর তো অভিনয়….
চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে,ব্যাপারটা এরকম নয়।
তবে ওর দেখাটা শুরু হলো।
এই আর কি……
শুদ্ধ’র বয়স এখন ১২ বছর চলছে,
ক্লাশ সিক্সে পড়ে বাংলা মাধ্যমে।
যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে,তখন হয়তো এই ছবি গুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।
শুদ্ধকে সবাই আশীর্বাদ করলেই আমি খুশী।
শুদ্ধ’র প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো নাটকটির নাম…
“সুশীল ফেমেলি”
রচনা : বৃন্দাবন দাস
নির্দেশনা : দীপু হাজরা
প্রচারিত হবে গাজী টিভিতে….
বি:দ্র: যেহেতু আমার অজান্তেই কয়েকটি অনলাইন পত্রিকায় বা ফেসবুকে এই খবরটি প্রচার হয়ে গেছে,তাই অতি প্রত্যাশা ও বিভ্রান্তি এড়াতে আমি নিজে থেকেই সঠিক তথ্যটা জানিয়ে দিলাম।”

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD