Logo

রাফসান-জেফারের নতুন জীবনে শুভেচ্ছার ঢল, সাফা কবিরের আবেগঘন বার্তা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫৭
রাফসান-জেফারের নতুন জীবনে শুভেচ্ছার ঢল, সাফা কবিরের আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত

বিনোদন অঙ্গনের বহুল আলোচিত প্রেমের গল্প এবার পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান পরিণয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন ধরে নীরবে লালিত এই সম্পর্ক অবশেষে নতুন জীবনের পথে যাত্রা শুরু করল।

বিজ্ঞাপন

নিজেদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন রাফসান সাবাব। বিয়ের একটি বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে তিনি লেখেন, পরিবার ও প্রিয় মানুষদের পাশে নিয়ে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন এবং জানান— আজ থেকে তাদের দুইজনের পথচলা একসঙ্গেই শুরু হলো।

এই ঘোষণার পরপরই শোবিজ অঙ্গনে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার বয়ে যায়। সহশিল্পী, বন্ধু ও অসংখ্য ভক্ত সামাজিক মাধ্যমে ভালোবাসা জানাতে থাকেন নবদম্পতিকে। তবে সবার মধ্যে আলাদা করে নজর কেড়েছে জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের আবেগঘন প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন

রাফসানের পোস্টের মন্তব্যের ঘরে সাফা কবির লেখেন, এই মুহূর্তটি তার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। তিনি জানান, ছবি দেখে চোখ সরাতে পারছেন না এবং আনন্দে তার মন ভরে উঠেছে। সাফা আরও লেখেন, এই দুই মানুষ এক হওয়ার দৃশ্য তাকে আবেগাপ্লুত করে তুলেছে। সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দোয়া করে তিনি কামনা করেন— আল্লাহ যেন তাদের জীবনকে অফুরন্ত ভালোবাসা, শান্তি ও নিয়ামতে ভরে দেন।

সাফা কবিরের এই হৃদয়ছোঁয়া মন্তব্য দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। অনেক ভক্তই মন্তব্যে একমত প্রকাশ করে জানান, তার অনুভূতি যেন সবার মনের কথাই তুলে ধরেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাফসান সাবাব দেশের শোবিজ অঙ্গনে একজন সুপরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি টেলিভিশন অনুষ্ঠান, করপোরেট ইভেন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থাপক হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার স্বতন্ত্র কণ্ঠ, আধুনিক সংগীতধারা এবং আলাদা ফ্যাশন স্টাইলের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

ভিন্ন দুই জগতের এই দুই তারকার মিলনকে অনেকে দেখছেন সৃজনশীলতার এক সুন্দর সংযোগ হিসেবে। ভালোবাসা, বন্ধুত্ব ও বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক নতুন জীবনে কতটা রঙ ছড়ায়— সেটাই এখন দেখার অপেক্ষা ভক্তদের।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD