Logo

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া, বন্ধ রয়েছে কণ্ঠস্বর

profile picture
বিনোদন ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৫:২৯
গুরুতর অসুস্থ শবনম ফারিয়া, বন্ধ রয়েছে কণ্ঠস্বর
অভিনেত্রী শবনম ফারিয়া | ফাইল ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ। গত এক সপ্তাহ ধরে তিনি গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন, যার কারণে তার কণ্ঠস্বরও বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

অসুস্থতার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন শবনম ফারিয়া।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে পোস্টে তিনি লিখেছেন, আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।

বিজ্ঞাপন

শবনম ফারিয়া আরও জানিয়েছেন, ৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। নিজেকে জোর করে কথা বলার চেষ্টা করায় অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।

তিনি জানান, বর্তমানে ফোনকলও নিতে পারছেন না। জরুরি কোনো বিষয় থাকলে অনুরোধ করেছেন, টেক্সটের মাধ্যমে যোগাযোগ করা হোক।

বিজ্ঞাপন

শবনম ফারিয়া ২০১৮ সালে চলচ্চিত্র ‘দেবী’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD