Logo

কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৪:৪০
কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের সঙ্গে নিয়মিত সংযোগ রাখেন। সম্প্রতি নিজের সাজগোজ ও মেকআপ নিয়ে একটি ফেসবুক লাইভ চলাকালীন কিছু নেতিবাচক মন্তব্যের জবাবে তিনি সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

লাইভের সময় এক ভক্ত হিমির মেকআপ নিয়ে মন্তব্য করে বলেন, চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত।

এমন পরামর্শে কিছুটা বিরক্ত হয়ে হিমি বলেন, আপনাদের কিছু না কিছু বলতেই হবে! মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, আবার করলে বলেন না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।

বিজ্ঞাপন

নিজের সাজগোজের পক্ষে যুক্তি দিয়ে হিমি আরও যোগ করেন, আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজগুজু করেছি। করতে দিই না কেন? সমস্যাটা কোথায়?

পরবর্তীতে এই লাইভের বিশেষ অংশ ফেসবুক রিলস আকারে শেয়ার করলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অনেক ভক্ত হিমির স্পষ্টবাদী প্রতিক্রিয়ার পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন, যে তারকাদের ব্যক্তিগত পছন্দ ও সাজগোজ নিয়ে ক্রমাগত সমালোচনা করা উচিত নয়।

বিজ্ঞাপন

হিমির এই প্রতিক্রিয়া অনেকের কাছে মনে করিয়ে দিয়েছে, সেলিব্রিটি হলেও তারা নিজস্ব পছন্দ ও ব্যক্তিত্বের অধিকার রাখে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD