যারা পাচ্ছেন না ৬ সেপ্টেম্বরের সরকারি ছুটি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫৬ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


যারা পাচ্ছেন না ৬ সেপ্টেম্বরের সরকারি ছুটি
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছরের ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। সেই হিসেবে ১২ রবিউল আউয়াল অর্থাৎ ৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ কারণে ওই দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।


আরও পড়ুন: পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন পিটার হাস


তবে জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত খাতগুলো এই ছুটির আওতাভুক্ত হবে না। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা এবং ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।


এ ছাড়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে জরুরি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন।


এএস