আ. লীগের এমপি হতে চাওয়া অপু বিশ্বাস এবার বিএনপির অনুষ্ঠানে


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৮ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫


আ. লীগের এমপি হতে চাওয়া অপু বিশ্বাস এবার বিএনপির অনুষ্ঠানে
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার দৌড়েও তার নাম শোনা গিয়েছিল। কিন্তু এবার অপুকে ভিন্ন চিত্র দেখা গেল বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে!


বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আর সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।


জানা যায়, নিরব ও অপু সেখানে যাচ্ছেন খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক জনতা ভিড় জমায়। তাদের আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন।


আরও পড়ুন: লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন আইসিইউতে


অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখেন অপু বিশ্বাস। তিনি বলেন, ঢাকা থেকে সাত ঘণ্টার পথ পাড়ি দিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। সেই পরিচয়েই আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা আসলে সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।




অপু বিশ্বাস আরও বলেন, এর আগে রাজবাড়ী এসেছিলাম, তবে খোকসায় এই প্রথম আসা। আমাকে এখানে আনার জন্য রিপন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আপনাদের সেবা করতে চান, আমি চাইবো আপনারা তাকে সেই সুযোগ দেবেন।


নায়ক নিরবও সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে রিপন ভাইয়ের আমন্ত্রণে এখানে এসেছি। আশা করি, আপনারা তার পাশে থাকবেন।


আরও পড়ুন: ছড়িয়ে পড়া সেই ছবিটি নিয়ে মুখ খুললেন তাহসান


প্রসঙ্গত, আওয়ামী লীগের হয়ে নির্বাচনী মাঠে তারকা হিসেবে নিয়মিত উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সেই অপুই এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন।


এমএল/