বদরুদ্দীন উমর ছিলেন মুক্তচিন্তা ও প্রগতির সংগ্রামে বাতিঘর: প্রধান উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৬ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


বদরুদ্দীন উমর ছিলেন মুক্তচিন্তা ও প্রগতির সংগ্রামে বাতিঘর: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রগতিশীল চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী ও লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।


রবিবার (৭ সেপ্টেম্বর) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া বদরুদ্দীন উমর মুক্তচিন্তা ও প্রগতির সংগ্রামের উজ্জ্বল বাতিঘর ছিলেন। ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা, গবেষণা, ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি অবিচল নিষ্ঠা দেশের বুদ্ধিবৃত্তিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।


আরও পড়ুন: কোনো নেতার তোষামোদ করবেন না, রিজার্ভ রাখুন: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রধান উপদেষ্টা আরও বলেন, তিনি গোড়া থেকেই ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। জুলাই আন্দোলনকে তিনি উপমহাদেশের এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি হিসেবে তিনি শুধু তাত্ত্বিক ছিলেন না, বরং আজীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।


জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে বদরুদ্দীন উমরকে সরকার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছিল বলেও উল্লেখ করেন প্রফেসর ইউনূস।


আরও পড়ুন: আগামী নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি


তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মুক্তচিন্তার মানুষদের জন্য তার লেখনী ও জীবনদর্শন অনন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তিনি মরহুমের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।


এএস