কলকাতার ঋষির বিপরীতে পড়শী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


কলকাতার ঋষির বিপরীতে পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শীকে গানের বাইরে অভিনয়েও দেখা গেছে। শুধু তাই নয়, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতেও ‘মেন্টাল’ সিনেমায় দেখা গেছে তাকে।

দীর্ঘদিন পর আবারও নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম ‘মারিয়া ওয়ান পিস’। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পরিচালক সাজিন আহমেদ বাবু।

নাটকে অভিনয় প্রসঙ্গে পড়শী বলেন, ‘এর আগেও অভিনয় করেছি। তবে এবারই প্রথম নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলাম। তাও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার বিপরীতে। আশা করছি, দর্শকরা আমাকে আপন করেই নেবেন।’

পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শী যেহেতু গানের শিল্পী, প্রধান চরিত্রে কেমন অভিনয় করে, সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। প্রথম শটটা নেওয়ার পর আমি মুগ্ধ।’

‘মারিয়া ওয়ান পিস’ নাটকে আরও অভিনয় করেছেন- কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কা ও মধু তালুকদার। আরটিভির ঈদের আয়োজনে এটি প্রচারিত হবে।

ওআ/