Logo

এবার ‘মঞ্জুলিকা’ কিয়ারা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
40Shares
এবার ‘মঞ্জুলিকা’ কিয়ারা
ছবি: সংগৃহীত

বক্স অফিস কাঁপিয়েছিল ‘ভুলভুলাইয়া’। বিদ্যা বালান, অক্ষয় কুমার, সাইনি আহুজা অভিনীত ছবি ছিল সুপার ডুপার হিট। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবিতে বিশেষভাবে নজ...

বিজ্ঞাপন

বক্স অফিস কাঁপিয়েছিল ‘ভুলভুলাইয়া’। বিদ্যা বালান, অক্ষয় কুমার, সাইনি আহুজা অভিনীত ছবি ছিল সুপার ডুপার হিট। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবিতে বিশেষভাবে নজর কেড়েছিলেন বিদ্যা বালান। ‘মঞ্জুলিকা’ হয়ে দর্শক মনে বড়সড় দাগ কেটেছিলেন বিদ্যা বালন। খলখলে অশরীরী হাসি। জটপাকানো চুলের মাঝে সিঁদুরে মাখামাখি মুখ। পোড়ো রাজবাড়িতে নতর্কীর প্রেতাত্মা ঘুঙুরে তাল তুলে গাইছে ‘আমি যে তোমার, শুধু যে তোমার।’ ‘ভুলভুলাইয়া’র তুমুল সাফল্যের প্রায় দেড় দশক পর শেষমেশ পর্দায় আসছে ‘ভুলভুলাইয়া-২’। তবে এবার এই ছবিতে দেখা যাবে না বিদ্যা বালানকে। পর্দায় কে হচ্ছেন ‘মঞ্জুলিকা’ এ নিয়ে দর্শকদেও আগ্রহের কমতি নেই।

Kiara Advani looks Sensational in a Salmon Feather Sequin Lehenga -  Boxofficeindia, Box Office India, Box Office Collection, Bollywood Box  Office, Bollywood Box Office

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ভুলভুলাইয়া ২’ তে কিয়ারা আদভানির লুক। সম্প্রতি ছবির একটি মোশন পোস্টার সোশ্যাল সাইটে মুক্তি পেয়েছে। আর তাতেই দেখা মিলেছে নায়িকা কিয়ারা আদভানিকে। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে, ‘ভুলভুলাইয়া ২’ তে কি তবে নায়িকা কিয়ারার মাথায় ভর করবে পেত্নী মঞ্জুলিকা? ছবির নতুন মোশন পোস্টারে কিন্তু আভাস মিলেছে এমনটাই। পাশাপাশি কিয়ারা আরও জানিয়েছেন ছবিতে তার অভিনীত চরিত্রটির নাম ‘রীত’। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ‘ভুলভুলাইয়া ২’-এর টিজার। আর তারপর এই মোশন পোস্টার। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। তার নায়িকার ভূমিকায় নজর কাড়বেন কিয়ারা আদভানি। পাশাপাশি দেখা যাবে টাবুু, রাজপাল যাদব ছাড়াও আরও অনেককে। 

Kiara Advani

‘ভুলভুলাইয়া ২’ পরিচালনা করেছেন পরিচালক অনীশ বাজমি। অক্ষয় কুমার অভিনীত ছবি ‘ভুলভুলাইয়া’-র গল্পের সঙ্গে যে সিক্যুয়েলের মিল রয়েছে এমনটা বোঝা গিয়েছিল প্রথম টিজারেই। শোনা গিয়েছে মঞ্জুলিকার সেই বিখ্যাত গান ‘’আমি যে তোমার, শুধু যে তোমার’’। সেই একই গান চলছে কিয়ারার মোশন পোস্টারেও।
कियारा आडवाणी ने अपनी ही Topless फोटो का उड़ाया मजाक, शिवरात्रि पर शेयर किए  मजेदार Memes | Jansatta

বিজ্ঞাপন

তাতেই জল্পনা শুরু হয়েছে এই হরর কমেডি ফিল্মে নায়িকা কিয়ারার উপরই ভর করবে মঞ্জুলিকার অতৃপ্ত আত্মা। তবে এই সবই জল্পনা মাত্র। কারণ কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসছে ছবির ট্রেলার। পরিচালক অনীশ বাজমি ‘ভুলভুলাইয়া ২’-এর গল্প কেমন ভাবে ফেঁদেছেন সেটা কিন্তু ট্রেলার দেখার পরই বোঝা যাবে। আগামী ২০ মে বড়পর্দায় মুক্তি পাবে ছবি।

ওআ/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD