ক্যাটরিনাকে রণবীরের বিষয়ে আগেই সতর্ক করেছিলেন হাশমি

ছবি: সংগৃহীত
সালমান খানকে পাশ কাটিয়ে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ এর প্রেম ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬-তে যে যাঁর পথ আলাদা করে নিয...
বিজ্ঞাপন
সালমান খানকে পাশ কাটিয়ে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ এর প্রেম ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬-তে যে যাঁর পথ আলাদা করে নিয়েছিলেন।ভক্তরা ভেঙে পড়লেও আবার পরবর্তী পরিস্থিতির সঙ্গে তারা মানিয়ে নিয়েছেন। ক্যাটরিনা এখন ভিকি কৌশলকে নিয়ে সুখী। রণবীর সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।
তবে একটা বিষয় নিয়ে আজও চর্চা হয় বলিপাড়ায়। আলিয়া ভাটের খুড়তুতো ভাই ইমরান হাসমিই নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন রণবীরকে ছেড়ে আসার জন্য। কর্ণ জোহরের চ্যাট শোতে ইমরানকে বলা হয়েছিল- রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? 'মার্ডার' এর নায়ক রণবীরকে পরামর্শ দেন, ‘মহিলাদের নিয়ে খেলা বন্ধ করো।’
বিজ্ঞাপন
আর ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, ‘রণবীরকে ছাড়ো।’
রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে শেষ বার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল 'জগ্গা জাসুস'-এ। তার পরই দু'জনের পথ আলাদা হয়ে যায়। ছবিটিও বক্স অফিসে সে ভাবে আলোড়ন ফেলতে পারেনি। তবে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর এবং ক্যাট।
এ দিকে, মহেশ শর্মার 'টাইগার-৩' ছবিতে ক্যাটরিনার সঙ্গে প্রথম বার পর্দা ভাগ করবেন ইমরান। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সালমান খান।
বিজ্ঞাপন
এসএ/








