Logo

ভারতের টেলিভিশন বাংলাদেশে পুরোপুরি বন্ধের দাবি সোহেল রানার

profile picture
বিনোদন ডেস্ক
৬ জানুয়ারি, ২০২৬, ২০:৪৬
ভারতের টেলিভিশন বাংলাদেশে পুরোপুরি বন্ধের দাবি সোহেল রানার
অভিনেতা সোহেল রানা | ফাইল ছবি

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ–ভারত সম্পর্ক। এই প্রেক্ষাপটে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে ভারতের টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।

বিজ্ঞাপন

গত সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সোহেল রানা লিখেছেন, যতদিন ভারতে আমাদের টেলিভিশন প্রচার করতে পারবে না, ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

এরপর আরেকটি পোস্টে তিনি ভারতীয় টেলিভিশনের কনটেন্টের কড়া সমালোচনা করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ভারতীয় টেলিভিশনের বউ–শাশুড়ির ঝগড়াধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে।

বিজ্ঞাপন

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে মুস্তাফিজুর রহমান দল থেকে বাদ পড়েন। এই ঘটনার পর দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও এই বিষয়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

এর আগে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতকে প্রকাশ্যে ‘ধিক্কার’ জানিয়েছিলেন। এই ধারাবাহিকতায় এবার সোহেল রানা দেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ রক্ষার বিষয়টি সামনে রেখে ভারতীয় টেলিভিশন চ্যানেল বন্ধের দাবি তুলেছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনাও চলছে। ক্রিকেটভক্তদের মধ্যে রোষের স্রোত দেখা যাচ্ছে, যেখানে অনেকে মনে করছেন, দেশের খেলোয়াড়কে ন্যায্য সুযোগ না দিয়ে তাকে বাদ দেওয়া ভারতের পক্ষ থেকে অযৌক্তিক আচরণ। দেশের সংস্কৃতি ও বিনোদনকে রক্ষা করতে সোহেল রানার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সরকারের পরবর্তী সিদ্ধান্তে জনগণের নজর রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD