শ্রাবন্তীর নিজস্ব টাইম মেশিন রয়েছে!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শ্রাবন্তীর নিজস্ব টাইম মেশিন রয়েছে!

টলিউডের কুইন শ্রাবন্তী চট্রোপাধ‍্যায় প্রায়শই সোশ‍্যাল মিডিয়ার শিরোনামে থাকেন। সোশ‍্যাল মিডিয়ার সবচেয়ে বেশি আলোচিত জনপ্রিয় নায়িকা হলেন শ্রাবন্তী। প্রায় সব সময়ই তিনি চর্চার ঊর্ধ্বে রয়েছেন। এবং আবার ও খবরের শিরোনামে উঠে আসলেন এই অভিনেত্রী। 

তিনি টেলিভিশন জগতের পরিচিত অভিনেত্রী। তবে বহুবার নানারকম বিতর্কের মুখে পড়েন তিনি। তার ব‍্যক্তিগত জীবন বহু কাটাছেঁড়া হয়েছে। তিনি বহুবার তার ব‍্যক্তিগত জীবন নিয়ে মুখও খুলেছেন। তিনি নানাভাবে বিতর্কের মুখে জড়িয়ে পড়ছেন প্রতিনিয়ত। তার মতো এইভাবে খুব কম অভিনেত্রীই বিতর্কে জড়িয়ে পড়েছেন। 

তিনি সম্প্রতি পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। এবং ক‍্যপশন দিয়েছেন, আমাদের সকলেরই নিজস্ব টাইম মেশিন রয়েছে। তার অনুরাগীরা অভিনেত্রীর মুখে আচমকা টাইম মেশিনের কথা শুনে অনেকটাই অবাক হয়ে গেছেন। ছবিটিতে শ্রাবন্তীর পরনে ছিল কালো টপের সঙ্গে গাঢ় নীল রঙের আপ প‍্যান্ট। 

ছবিটিতে অভিনেত্রী শ্রাবন্তীকে বেশ খোশ মেজাজে দেখা গেছে।

এসএ/