একই পরিবারের ৫ জনের রহস্যজনক মৃত্যু, এলাকায় আতঙ্ক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

আবারও ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনের মৃতদেহ উদ্ধার। গত শনিবার প্রয়াগরাজের নবাবগঞ্জ থানার অন্তর্গত খাগলপুর গ্রামে স্বামী স্ত্রী ও তাঁদের তিন মেয়ের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর প্রকাশ্যে আসতেই এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা যায়, পাথর দিয়ে থেতলে পাঁচজনকে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য ঘরের জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। পৌঁছে গিয়েছে ফরেনসিক টিমও। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয় মর্গে। এমনই ঘটনা গত শনিবার ঘটে প্রয়াগরাজের নবাবগঞ্জ থানার অন্তর্গত খাগলপুর গ্রামে। সে ঘটনায় ৪২ বছর বয়সী গৃহকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বারান্দা থেকে। ঘরের ভিতরে পড়েছিল তাঁর ৩৮ বছরের স্ত্রী ও ১৪, ১০, ও ৮ বছরের তিন মেয়ের নলিকাটা দেহ।
খাগলপুরের ঘটনায় প্রাথমিক তদন্তের পর মনে করা হয়, গৃহকর্তাই স্ত্রী ও তিন কন্যাকে ধারালো কিছু দিয়ে নলি কেটে খুন করেন। শেষে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। কিন্তু ঠিক তার ৭দিন পরই খেবরাজপুরে আবার একই পরিবারের ৫ জনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন সন্দেহের সৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের মনে। এই দুই ঘটনায় কি কোনও যোগসূত্র রয়েছে? এমন প্রশ্ন উঠেছে যোগীরাজ্যে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ভাঙতে পারে যেকোনো সময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারতে বাংলাদেশি নারী পাচার বৃদ্ধি, যৌনপল্লিতে আটকে জোরপূর্বক দেহ ব্যবসা

নিউইয়র্কের ক্লাবে গুলিবর্ষণ, নিহত ৩

কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৪ নারী গ্রেফতার
