চাংকি পান্ডের পুত্রবধূ হচ্ছেন শাহরুখ কন্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গ্ল্যামার ওয়ার্ল্ড এমন একটি দুনিয়া, সেখানকার খবর সারাজীবন খবরের শিরোনামে উঠে আসে। বিশেষ করে তার কাছের ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের উৎসাহ থাকে তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতে যে কোন অজানার কথা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের নজর এড়ায় না কোনো তথ্য। আমরা সকলেই জানি বলিউডের একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান। এই মানুষটিকে চেনে না এমন মানুষ এই পৃথিবীতে অন্তত দেখতে পাওয়া যাবে না। ভারতবর্ষে তো বটেই, সারা বিশ্বের মানুষ চেনেন এই মানুষটিকে।
সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান খবরের শিরোনামে উঠে এসেছিলেন একেবারে অন্য কারণে। বেআইনি মাদক উদ্ধার করা হয়েছিল শাহরুখ পুত্রের। প্রায় একমাস জেল বন্দী থাকতে হয়েছিল তাকে। তবে সেই রেশ এখন বেশ কেটে গেছে। শাহরুখ পুত্র ফিরে এসেছেন বাড়িতে এবং শাহরুখ ফিরে গেছেন নিজের কাজে। ইন্টারনেটে এবার উঠে এসেছে শাহরুখ কন্যা সুহানা। সুহানা খানের নতুন সম্পর্ক নিয়ে।
সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী, শাহরুখ খানের মেয়ে সুহানা খান প্রেমে পড়েছেন, তাও আবার বলিউডের বিখ্যাত অভিনেতার ছেলের সাথে। শুনে অবাক হয়ে যাবেন ছেলেটির পিতা নাম শুনে। সকলের প্রিয় চাংকি পান্ডের ছেলের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছেন সুহানা খান। দুই পরিবার নাকি এই বিষয়ে কথা বললে সম্পর্ক ভবিষ্যতের দিকে এগুবে। শাহরুখ খান এবং চাংকি পান্ডে দুজনেই নাকি এই বন্ধুত্বের সম্পর্কের আত্মীয়তার দিকে নিয়ে যাবেন অদূর ভবিষ্যতে। চাংকি পান্ডের ছেলের নাম অহন পান্ডে। তবে অহন চাংকি পান্ডের নিজের ছেলে না। অহন অভিনেতার ছোট ভাইয়ের ছেলে। কিন্তু একসঙ্গে একই পরিবারে থাকেন তাঁরা।
চাংকি পান্ডের ভাইয়ের ছেলেকে এবার নিজের মন দিয়েছেন সুহানা খান। এই সম্পর্কে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া হয়েছে উত্তাল। সকলেই মনে করছেন, খুব শীঘ্রই চাংকি পান্ডের পরিবারের পুত্রবধূ হিসেবে আমরা দেখতে পাব সুহানা খানকে।
এসএ/