বলিউডে আসছেন শচীন কন্যা!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বাবা ক্রিকেটের বড় কিংবদন্তি, মা ব্যস্ত ডাক্তার। মেয়ে নাকি আসছেন সোজা বলিউডে! এমন জল্পনা এখন শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, খুব শিগগিরই নাকি বলিউডে পা রাখতে চলেছেন সারা। তার প্রথম ছবির তোড়জোড়ও তুঙ্গে। অভিনয়ে বরাবরই ঝোঁক শচীন-কন্যার।
পেশাদার অভিনয়ের পাঠ নিয়েছেন ইতিমধ্যেই। কাজ করেছেন কিছু বিজ্ঞাপনেও। তেমনই দাবি করা হয়েছে সেই রিপোর্টে। এমনিতে মা অঞ্জলির পথে হেঁটে লন্ডনে মেডিসিনের পাঠ শেষ করলেও গ্ল্যামার দুনিয়াতেই নাকি কেরিয়ার গড়ার সাধ এই তারকা-কন্যারও।
অভিনয় দক্ষতায় তিনি অনেককেই তাক লাগিয়ে দিতে পারেন, তেমনই বলছে ওই রিপোর্ট। এই প্রথম নয়। সারার বলিউডে পা রাখা নিয়ে চর্চা হয়েছিল আগেও। শোনা গিয়েছিল, শাহিদ কাপূরের বিপরীতে বড় পর্দায় অভিষেক হবে শচীন-অঞ্জলির মেয়ের। তবে সে বার বাবা শচীনই জল ঢেলেছিলেন যাবতীয় জল্পনায়।
বলেছিলেন, সারা তার পড়াশোনা নিয়েই ব্যস্ত, সে দিকটাই উপভোগ করছে। বলিউডে তার আসার খবর একেবারে ভিত্তিহীন। এবার বলিউডে ফের নতুন করে চর্চায় শচীন-কন্যা সারা।
ওআ/