ঐশীর গানে বলিউড তারকা ওয়ারিনা হুসাইন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হলো ঐশীর গাওয়া নতুন গান ও ভিডিও। টিএম রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এ গানের শিরোনাম 'গাড়ির মেকানিক'। কৌশিক হোসাইন তাপস গানটি লেখা ও সুরের পাশাপাশি এর সংগীতায়োজন করেছেন।
গানটির মধ্য দিয়ে এ প্রথম বাংলাদেশের গানে মডেল হয়েছেন আফগান বংশোদ্ভূত বলিউড নায়িকা ওয়ারিনা হুসাইন। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গানটির ভিডিও চিত্রটি নির্মাণ করা হয়।
ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।
গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী ঐশী বলেন, ‘গাড়ির মেকানিক গানটা নিয়ে আমার অনেক এক্সাইটমেন্ট। খুব দারুণ একটা গান। চমৎকার সংগীতায়োজন। ফাইনালি গানটা গাওয়ার পর ভিডিও নিয়ে একটা কৌতুহল ছিল যে, কে থাকছেন ভিডিওতে, কেমন হবে ভিডিওটা? সবশেষ যখন ভিডিওটা দেখলাম তখন গানটা নিয়ে এক্সাইটমেন্ট, এক্সপেক্টেশন, ইমোশন সবকিছু অনেক বেড়ে যায়।
ওয়ারিনা হুসাইনও এমনভাবে গানটাকে ধারণ করেছেন, মাঝে মাঝে মনে হচ্ছিল গানটা আমি গাইনি, সে নিজেই গেয়েছেন। এত চমৎকার এক্সপ্রেশন দিয়েছেন। বিশেষ করে, বাঙালি না হয়েও এত সুন্দর করে বাংলা ভাষায় মুখ মিলিয়ে এক্সপ্রেশন দিয়েছেন, যেটা সত্যিই প্রশংসার দাবিদার।'
এর আগে ঐশীর কণ্ঠে প্রকাশিত হয়েছিল 'দুষ্টু পোলাপাইন' শিরোনামের একটি গান। এ গানের ভিডিওতে মডেল হয়েছিলেন বলিউডের জনপ্রিয় তারকা সানি লিওন।
ওআ/