২৪ ঘণ্টা না পেরুতেই বারিশের অভিযোগে গ্রেপ্তার ১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


২৪ ঘণ্টা না পেরুতেই বারিশের অভিযোগে গ্রেপ্তার ১

র‌্যাম্প মডেল, উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার বারিশ হকের অভিযোগের প্রেক্ষিতে মো. কবির হোসেনকে (১৮) গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। 

সম্প্রতি নোংরা এবং কুরুচিপূর্ণ ট্রলের শিকার হয়ে গতকাল সোমবার (৯ মে) অভিযোগ করেন মডেল বারিশ। তার অভিযোগের ২৪ ঘণ্টা না পেরুতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে অভিযুক্তের ছবিসহ এক পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে পাবলিক নুইসেন্স সৃষ্টিকারী গ্রেপ্তার। 

আরও বলা হয়, কিছুদিন ধরে বেশ কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমস, ট্রল এবং রোস্টের নামে অশ্লীলতা ছড়িয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হ্যারাজ করে আসছে। বদমেজাজ নামক একটি পেজ থেকে এই রকম পাবলিক নুইসেন্স সৃষ্টি করলে আক্রান্ত ভুক্তভোগী সিটি-সাইবার ক্রাইম কাছে অভিযোগ করে এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম অভিযুক্ত মো. কবির হোসেনকে (১৮) শনাক্ত করেন এবং কুমিল্লার বড়ুড়া থানা থেকে আজ  ১০/০৫/২০২২ দুপুর ১ টা ৪৫ মিনিটে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অপরাধে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার দক্ষিণ খান থানায় মামলা নং ১১ তারিখ ১০/০৫/২০২২ ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮ (৪) ও ৮ (৭) ধারায় মামলা রুজু করা হয়।
সম্মানিত নেটিজেনদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে অভিযুক্তের গ্রেপ্তারের পর সন্তোষ প্রকাশ করেছেন বারিশ হক ও তার স্বামী সীমান্ত। বারিশ জানান, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। অপরাধী এই অন্যায়ের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলে আশা করছি। এতে করে অন্যান্যরা এ ধরনের খারাপ কাজের সাহস পাবে না।     

ওআ/