মেহজাবীনের একি হাল!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মেহজাবীনের একি হাল!

টেলিভিশন দুনিয়ার রানি বলা হয় মেহজাবীন চৌধুরীকে। সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয়, সবখানেই যার সফল পদচারণা। প্রতিটি নাটকেই কোনো না কোনো নতুন চরিত্র ও লুকে নিজেকে দর্শকের সামনে উপস্থাপন করেন মেহজাবীন চৌধুরী।

কখনো টমবয়, কখনো মাস্তান, কখনো বস্তির মেয়ে কখনো বা শুধুই একজন সাধারণ প্রেমিকা। সব চরিত্রেই ভেঙে চুরে গড়েছেন নিজেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারে ভূতের চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। আর তার অভিনয় দেখে রীতিমত ভয়ে কাবু দর্শক।

দর্শকের প্রিয় ত্রিরত্ন ভিকি-নিশো-মেহজাবীন। নির্মাতা ভিকি জাহেদের কাজের প্রশংসা সর্বত্র প্রচলিত। আর তা যদি হয় আফরান নিশো-মেহজাবীন চৌধুরীকে নিয়ে, ব্যস! চোখ বন্ধ করে লুফে নেয় দর্শক। এর আগেও ভালোবাসা ও থ্রিলার গল্পে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন ভিকি। সবসময়ই গতানুগতিক ধারার বাইরে কাজ করা এই নির্মাতা এবার ঈদে নিয়ে এসেছেন এক অভিনব ভূতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'চম্পা হাউজ'।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি যেমন ভৌতিক তেমনি থ্রিলারে মোড়া।

২৩ এপ্রিল মুক্তি পায় 'চম্পা হাউজ'র ট্রেলার। আর ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রকাশ করা হয় ৮ মে। আর চলচ্চিত্রটি যারা দেখেছেন তারাই প্রশংসা করেছেন। একঘেয়ে গল্প থেকে বের হয়ে বাংলাদেশে ভিন্নধর্মী কাজ হচ্ছে দেখে আপ্লুত দর্শক। চলচ্চিত্রটির শেষে টুইস্ট দিয়েছে ভিন্ন মাত্রা।

কিন্তু এটা কী সত্যিই ভৌতিক ঘটনা? নাকি বাসিন্দাদের মনের ভুল? সেটা পরিষ্কার হবে পুরো চলচ্চিত্রটি দেখলে। ফেসবুকে বিভিন্ন গ্রুপেও ব্যাপক আলোচনা হচ্ছে ‘চম্পা হাউজ’ নিয়ে। অধিকাংশের কাছেই প্রশংসা পাচ্ছে এটি। সেইসঙ্গে তারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দ্বিতীয় পর্ব নিয়ে আসার অনুরোধও জানাচ্ছেন নির্মাতাকে।

এসএ/