বিবাহ বার্ষিকীতে আবারও বিয়ে করলেন শুভশ্রীর স্বামী রাজ!
10Shares

ছবি: সংগৃহীত
৪ বছরের বিবাহ সম্পর্কে এসেছে নানান জুট ঝামেলা, সব পেরিয়ে ৪ বছর কাট খুব সুন্দর ভাবেই। করোনা মহামারিতে ২ বছর নষ্ট করলেও জীবনে এসেছে ইউভান, পরলোকে চলে গে...
বিজ্ঞাপন
৪ বছরের বিবাহ সম্পর্কে এসেছে নানান জুট ঝামেলা, সব পেরিয়ে ৪ বছর কাট খুব সুন্দর ভাবেই। করোনা মহামারিতে ২ বছর নষ্ট করলেও জীবনে এসেছে ইউভান, পরলোকে চলে গেল রাজ চক্রবর্তীর বাবা, এসেছে বিধায়কের নতুন সম্মান মুক্তি পেতে চলেছে পুরোনা ছবি। সব মিলিয়ে জীবন যেমন নিয়েছে তেমনই দিয়েছে অনেক কিছুই, আর সবটাই পাওয়ি হয়েছে ২০১৮ এর ১১মের পর থেকে।
৪ বছর আগে, ১১ই মের দিনটাতে ঘটা করে সেজে গুজে, মন্ত্রপাঠ করে বিয়ের পিড়িতে বসেন রাজ চক্রবর্তী- শুভশ্রী গাঙ্গুলি। আত্মীয় পরিজনের ভিড়, আনন্দ, হৈ হুল্লোড়, খাওয়া দাওয়া,উপহারে সেজে ওঠে ভারতের কলকাতার বধমার্নের বাওয়ালি রাজবাড়ি।
বিজ্ঞাপন
আবারও সেই বাড়িতে গিয়েছেন বিধায়ক প্রযোজক পরিচালক রাজ চক্রবর্তী। বিবাহ বার্ষিকীতে আবারও সাত পাকে বাঁধা পড়ে রাজ। তবে পাত্রী কিন্তু সেই একই মানুষ, তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলি। এই বিশেষ দিনে রাজ-শুভশ্রীর বাড়িতে উপচে পড়ছে উপহার ও ফুলের তোড়া কিন্তু বিবাহবাষির্কী নিয়ে তেমন কোনো অনুষ্ঠানে আয়োজন করেননি এই দম্পতি। কারণ স্বাড়ম্বরে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত হাবজি গাবজি। তাই ছবির প্রচারে ব্যস্ত দুজনেই।
অবশ্য নিজেদের চার বছরের দাম্পত্য নিয়ে খুশি রাজ। সংবাদ মাধ্যমে এই ৪টি বসন্ত নিয়ে বলেন, পিছন ফিরে ঘুরে দেখলে মনে হয়, এই তো সেদিন! কত তাড়াতাড়ি চারটে বছর কেটে গেল। ৪ বছর আগেই এইদিনকে নিয়ে কত আয়োজন, হুল্লোড়, আত্মীয় পরিজনের ভিড়। খুব ইচ্ছে শুভশ্রীকে নিয়ে বর্ধমানের বাওয়ালি রাজবাড়িতে আবার ও যাব। আর ও একবার সাতপাকে বাধা পড়ব আমরা। আরও ৪০ বছর ওর সঙ্গে একসঙ্গে কাটাতে চাই।
এসএ/








